পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

ক্রিকেট ও আমি......!!!


একটা সময় ছিল যখন ক্রিকেট খেলা হলেই আমাকে দেখতে হবে তা যেকোনো দলেরই হোক না কেন। ক্রিকেটের সব ধরনের সকল দেশের খেলার খোঁজ-খবর আমার কাছে থাকতো। আমার কিছু ডায়রি ছিল যেখানে খেলোয়ারদের বিভিন্ন তথ্য ও রান বা উইকেট সংখ্যা লিখে রাখতাম।
ক্রিকেট বুঝার পর থেকেই আমি মোটামুটি পাকিস্তানের বিপক্ষে। সেটা শুরু হয়েছিল ইন্দিয়া-পাকিস্তান খেলার পর থেকে কারণ আমি সাপোর্ট করতাম ইন্ডিয়াকে। ক্লাস সেভেন- এইটে পড়ার সময় ইন্ডিয়া-পাকিস্তান খেলা নিয়ে ক্লাস দুই ভাগ হয়ে যেতো। কে ভাল কে মন্দ তা নিয়ে চলত তুমল বিতর্ক। তখন আমার সবসময় পাকিস্তান কে শত্রু মনে হতো(এখনও হয়)। যার সাথেই পাকিস্তানের খেলা হতো আমার কামনা থাকতো পাকিস্তান যেন হেরে যায়।
গত ৩-৪ বছর বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের খেলা দেখা হয় না এমনকি খোঁজ-খবরও তেমন একটা রাখা হয় না। ইদানীং বাংলাদেশের খেলাও দেখা হয় না তবে মোবাইলে নেটের কল্যাণে খোঁজ-খবর রাখা হয়।
বর্তমানে আমার মধ্যে আরেকটা পরিবর্তন আসছে তা হল ইন্ডিয়া হেরে গেলেও এখন আমার কেমন যেন একটা পৈশাচিক আনন্দ হয়। এখন  আমার কামনায় থাকে ইন্ডিয়াও যেন হেরে যায়। ইন্ডিয়া-পাকিস্তান বা অন্য প্রথম শ্রেণীর ক্রিকেট দলের চেয়ে দ্বিতীয় শ্রেণীর দল আয়ারল্যান্ড বা আফগানিস্তানের জয় দেখলে ভাল লাগে।
এখন খেলা না দেখলেও বাংলাদেশের জয়ের কামনা সবসময়ই করতে থাকি। বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের জয়ের খবর শুনতে ভাল লাগে না......।।
এখন যা বুঝতে পারছি বাংলাদেশের ক্রিকেট ভালো নেই। সেটা প্রশাসন বা খেলোয়ার সবাই একই অবস্থানে আছে। নানা অরাজকতা ও দুর্নীতি ক্রিকেটে ঢুকে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের সুদিনের অপেক্ষায় আছি। ১৬ কোটি বাঙালি ক্রিকেটকে যেভাবে ভালোবাসে আমাদের ১১ জন খেলোয়ার বা ১১ জন প্রশাসনিক কর্মকর্তা ঠিক সেভাবেই ভালবাসবে সেই অপেক্ষায় আছি.........!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন