পৃষ্ঠাসমূহ

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

বইমেলা কথন.....

১। বাংলা একাডেমির গেটের পাশে ফুটপাথে এক বাবা ও তার ৮-৯ বছরের ছেলে বাচ্চাদের বই বিক্রি করছে। ছেলেটা ফোরে পড়ে। আর দশটা শিশুর মতোই চঞ্চল। তবে ব্যবসাটা মনে হয় ভালই বুঝে। প্রতিটা বইয়ের দাম দশ টাকা। ৬ টা বই যেখানে তার বাবা ৫০ টাকায় দিচ্ছে না সে তার সাথে আরেকটা যোগ করে ৬০ টাকায় দিয়ে দিচ্ছে। তার বাবা যেখানে ক্রেতার চাহিদা মত বই খুজে দিতে পারে না সে তা নিমিষেই খুজে দেয়, তারপর তার বাবাকে বলতে থাকে ‘আব্বা না কিচ্ছু বুঝে না......’।
২। ১২-১৩ বছরের এক মেয়ে সাথে ৯-১০ বছরের আরেকজন সম্ভবত ছোট বোন এক স্টলে এসে হাসির বই চাইল। কিন্ত কেও তাকে হাসির বই কোনটা তা বলতে পারলো না। শেষে বলল এই সারিতে সবই নাকি হাসির বই......।
৩। এক বিক্রেতা বাবার সাথে আসা ছোট বাচ্ছাকে বলতেছে তোমার কি বই পছন্দ? ভূতের বই? এই দেখ এটা ভূতের বই। এটা পড়লে তুমি ভূতদের কথা জানতে পারবা। আম গাছের ভূত কি করে, কি খায়, কোথায় ঘুমায়, আরও অনেক কিছু......।
৪। ‘বিশ্বসাহিত্য ভবন’ প্রকাশনীর বাবুল সিরাজীর উপন্যাস ‘উতল হাওয়ায়’ কিনতে গেলাম যেটা আমার লিস্টে ছিল তাই আর কিছু না দেখে নিজেই টেবিল থেকে খুজে বললাম এটা দেন। দিল, তারপর বলল লেখক কে চিনি কিনা? বইটা কেন কিনলাম? আমি বললাম আমি এটার রিভিও পড়েছি, ভালো লাগছে তাই কিনলাম...। ও, ঠিক আছে উনার জবাব। মেলা থেকে বাইরে এসে বইয়ের পেছনে লেখকের ছবি দেখলাম, বিক্রেতা আর লেখক একই ব্যক্তি......

৫। অবশেষে পকেট ফাঁকা করে অনেক বই কিনলাম। তবে নিজের জন্য একটাও কিনিনাই সবই প্রিয়জনকে দেওয়ার জন্য.........বইয়ের ঝোঁলা নিয়ে হাঁটতে পারছিলাম না তবুও হাঁটলাম বাংলা একাডেমি থেকে কলাবাগান...। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন