১। ময়দা আর নারী একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ময়দা ছাড়া নব্য প্রেমিক ললনা কল্পনা করা যায় না। আর দিনটি যদি হয় ভালবাসা দিবসের মত দিন তাহলে তো কথাই নেই। অবশ্য এক্ষেত্রে ময়দা মাখানোর কেন্দ্রগুলোর চমৎকার ব্যবসা হয়...।
২। ৩০ টাকা পকেটে নিয়ে বই মেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। ৫ টাকা বাস ভাড়া দিলাম বাকি থাকল ২৫। সারাদিন ব্যাপী পরিকল্পনা করছি বই মেলা থেকে ঘুরে এসে চারুকলায় জলের গান শুনবো। বাস থেকে শাহবাগ নেমে চারুকলা আসতে না আসতে সারাদিনের পরিকল্পনা শেষ। এবারের মেলায় একদিনও খালি হাতে ফিরি নাই আজকে ফিরতে হবে, তাছাড়া ভালবাসারত কপোত-কপোতিদের জ্বালায় বই দেখতে পারব না এই চিন্তা করে জলের গান উপভোগ করে বাসার পথ ধরলাম।
৩। রাস্তায় যার দিকে তাকাই তার হাতেই ডিএসএলআর । মানুষের চেয়ে ক্যামেরার সংখ্যা বেশী। বলি ডিএসএলআর কি এতই সস্তা হয়ে গেছে...???
৪। যে সিরিজ জিততে পারতাম ২-০ তে তা হারলাম ২-০ তে। আর কতদিন আমাদের এই আক্ষেপের হার হারতে হবে...???
৫। কালকে কিন্ত চুইংগাম দিবস। প্রেমিকাকে আবার চুইংগাম গিফট করতে যাইয়েন না। বলবেন আমি নিজেই চুইংগাম হয়ে যাব, আর তুমি ইচ্ছেমত আমাকে চর্বণ করবে। এভাবেই সকল ছেলেরা চর্বিত হতে হতে নিজেদের প্রেমিক হিসাবে প্রতিষ্ঠিত করবে...।
২। ৩০ টাকা পকেটে নিয়ে বই মেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। ৫ টাকা বাস ভাড়া দিলাম বাকি থাকল ২৫। সারাদিন ব্যাপী পরিকল্পনা করছি বই মেলা থেকে ঘুরে এসে চারুকলায় জলের গান শুনবো। বাস থেকে শাহবাগ নেমে চারুকলা আসতে না আসতে সারাদিনের পরিকল্পনা শেষ। এবারের মেলায় একদিনও খালি হাতে ফিরি নাই আজকে ফিরতে হবে, তাছাড়া ভালবাসারত কপোত-কপোতিদের জ্বালায় বই দেখতে পারব না এই চিন্তা করে জলের গান উপভোগ করে বাসার পথ ধরলাম।
৩। রাস্তায় যার দিকে তাকাই তার হাতেই ডিএসএলআর । মানুষের চেয়ে ক্যামেরার সংখ্যা বেশী। বলি ডিএসএলআর কি এতই সস্তা হয়ে গেছে...???
৪। যে সিরিজ জিততে পারতাম ২-০ তে তা হারলাম ২-০ তে। আর কতদিন আমাদের এই আক্ষেপের হার হারতে হবে...???
৫। কালকে কিন্ত চুইংগাম দিবস। প্রেমিকাকে আবার চুইংগাম গিফট করতে যাইয়েন না। বলবেন আমি নিজেই চুইংগাম হয়ে যাব, আর তুমি ইচ্ছেমত আমাকে চর্বণ করবে। এভাবেই সকল ছেলেরা চর্বিত হতে হতে নিজেদের প্রেমিক হিসাবে প্রতিষ্ঠিত করবে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন