১। ভালবাসা, বসন্ত, চুমাচুমি সব দিবস একসাথে...।। ভালই হল নব্য প্রেমিকদের এক বাজেটে ৩ দিবস পালিত হয়ে যাবে। আগামী দুইদিন দেশে চাল-ডালের অভাব হলেও ভালবাসা বিনিময়ের অভাব দেখা যাবে না। ঝোপে-ঝাড়ে, গাছের চিপায়, রিকশায়, প্রাইভেট কারে, হোস্টেল মেসে, লিটনের ফ্ল্যাটে সব জায়গায় দেখা যাবে ভালবাসার নিরলস বিনিময়। এত ভালবাসা বিনিময়ের পরও কেউ হতে পারবে না সম্রাট শাহজাহান বা কোন এক নিভৃতিচারী প্রকৃতি প্রেমিক। তবু আমরা পালন করে যাব এই সব বানোয়াট- অপ্রয়োজনিয়-উদ্দেশ্যপ্রণোদিত দিবস।
২। ভালবাসা দিবসের সব টিভি অনুষ্ঠানে তাহসানের প্রাধান্য। বুঝলাম না তাহসান কেন আমাদের জাতীয় প্রেমিক হবে। এটা নিশ্চিত বিরোধী দলের চক্রান্ত, নাহলে আরেফিন রুমি যেখানে ভালবাসার জন্য বার বার জেলে যায়, এরশাদ কাকু যেখানে ৯০ এ পা দিয়েও নতুন প্রেমিকা খুজে বেড়ায় সেখানে তাহসান কিভাবে জাতীয় প্রেমিক হয়...???
২। ভালবাসা দিবসের সব টিভি অনুষ্ঠানে তাহসানের প্রাধান্য। বুঝলাম না তাহসান কেন আমাদের জাতীয় প্রেমিক হবে। এটা নিশ্চিত বিরোধী দলের চক্রান্ত, নাহলে আরেফিন রুমি যেখানে ভালবাসার জন্য বার বার জেলে যায়, এরশাদ কাকু যেখানে ৯০ এ পা দিয়েও নতুন প্রেমিকা খুজে বেড়ায় সেখানে তাহসান কিভাবে জাতীয় প্রেমিক হয়...???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন