সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে খিলাফত হিসেবে বাংলাদেশের প্রতিষ্টার পর তারা যে সংবিধানে দেশ চালাবে তার খসড়া কপি (গাছে কাঁঠাল গোঁফে তেল অবস্থা)।
তো চলুন দেখে আসি তাদের সংবিধানের কয়েকটি ধারা...
১। স্বেচ্ছায় ইসলাম ধর্ম পরিত্যাগকারীদের "মুরতাদ" ঘোষণা করে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা।
০।
১। ১৫ বছর বয়সী এবং তদুর্দ্ধ মুসলিম পুরুষের জন্য জিহাদের প্রস্তুতি হিসেবে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা।
০।
১। বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাসের অনুসরণ এবং উপাসনা করার ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতি নেয়া।
০।
১। অমুসলিমদের আহার এবং পোশাক পরিধানের ক্ষেত্রে ইসলামী শরীয়াহর বেঁধে দেয়া সীমানার মধ্যে থাকা।
০।
১। রাষ্ট্রের শাসক পদ থাকবে চারটি- খলিফা, মুওয়াউয়িন তাফউয়িদ, ওয়ালি এবং আ'মিল। বাকি সব হবে কর্মচারীর পদ।
০।
১। শাসকের পদে অমুসলিম এবং নারীদের নিষিদ্ধ করা হবে।
০।
১। ইসলাম বর্হিভূত অন্য কোন মতবাদের উপর ভিত্তি করে দল গঠন নিষিদ্ধ করা হবে।
০।
১। খলিফা নির্বাচনে এবং বিচার বিভাগের অমুসলিম ও নারীদের নিষিদ্ধ করা।
০।
১। নারী ও পুরুষের মেলামেশা একমাত্র ক্রয়-বিক্রয় ও হজ্ব ছাড়া নিষিদ্ধ।
০।
১। সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে জন্মনিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা যাবেনা।
এদের সংবিধান দেখে আমার নকুল কুমার বিশ্বাসের গানটা মনে পড়ে গেল...
"খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না
রূপ নাই তার সাজোন বেশি, রূপের মাইয়া সাজে না"
* সংখ্যায়নে বাইনারি সংখ্যা পদ্ধতি অনুসরণ করা হয়েছে......
তো চলুন দেখে আসি তাদের সংবিধানের কয়েকটি ধারা...
১। স্বেচ্ছায় ইসলাম ধর্ম পরিত্যাগকারীদের "মুরতাদ" ঘোষণা করে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা।
০।
১। ১৫ বছর বয়সী এবং তদুর্দ্ধ মুসলিম পুরুষের জন্য জিহাদের প্রস্তুতি হিসেবে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা।
০।
১। বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাসের অনুসরণ এবং উপাসনা করার ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতি নেয়া।
০।
১। অমুসলিমদের আহার এবং পোশাক পরিধানের ক্ষেত্রে ইসলামী শরীয়াহর বেঁধে দেয়া সীমানার মধ্যে থাকা।
০।
১। রাষ্ট্রের শাসক পদ থাকবে চারটি- খলিফা, মুওয়াউয়িন তাফউয়িদ, ওয়ালি এবং আ'মিল। বাকি সব হবে কর্মচারীর পদ।
০।
১। শাসকের পদে অমুসলিম এবং নারীদের নিষিদ্ধ করা হবে।
০।
১। ইসলাম বর্হিভূত অন্য কোন মতবাদের উপর ভিত্তি করে দল গঠন নিষিদ্ধ করা হবে।
০।
১। খলিফা নির্বাচনে এবং বিচার বিভাগের অমুসলিম ও নারীদের নিষিদ্ধ করা।
০।
১। নারী ও পুরুষের মেলামেশা একমাত্র ক্রয়-বিক্রয় ও হজ্ব ছাড়া নিষিদ্ধ।
০।
১। সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে জন্মনিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা যাবেনা।
এদের সংবিধান দেখে আমার নকুল কুমার বিশ্বাসের গানটা মনে পড়ে গেল...
"খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না
রূপ নাই তার সাজোন বেশি, রূপের মাইয়া সাজে না"
* সংখ্যায়নে বাইনারি সংখ্যা পদ্ধতি অনুসরণ করা হয়েছে......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন