পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

চলমান দিনকাল~ ২


১।  ব্যাংকে টাকা জমা দিতে গেলাম। টাকার পরিমান ১৬,৩৪৯/= । আমি দিলাম ১৬,৫০০। 
মহিলা ম্যাডাম টাকা জমা নিয়ে জিজ্ঞাস করলেন, "কত টাকা back পাবেন?
"১৫১ টাকা"- আমার উত্তর।
উনি উনার টাকার বাক্সে অনেক খুঁজাখুঁজি করেও ১ টাকা বের করতে পারলেন না। পাশের টেবিলে বসা উনার বান্ধবীর কাছেও খুঁজলেন পেলেন না। 
তারপর টাকার বান্ডিলে অনবরত হাতুড়ি পেটাতে থাকা লোককে ভাইয়া সম্বোধন করে উনার কাছে চাইলেন। উনিও ব্যর্থ।
অবশেষে মহিলা ম্যাডাম হাসি মুখে বললেন "১ টাকা কম নিতে হবে..."
আমি বললাম " সমস্যা নাই। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যায় না পড়তে হয় তার জন্য একটা বুদ্ধি দিতে পারি, "১ টাকা দামের কিছু ক্যান্ডি নিয়ে আসতে পারেন।"

২।  সবাই তামিম ইকবাল কে বকাবকি করতেছেন আরে ভাই ও তো ঠিক কাজই করতেছে। ও যে ওপেনার, খেলা ওপেন করে দেয়াই তার কাজ......... 

৪। জন্ম থেকেই আমাদের তিন দিনে টেস্ট শেষ করার অভ্যাস সেটা হারা বা জেতা ব্যাপার না।


৮। ...............!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন