১) যাই হোক ‘হরতাল’ বা হরতালকারীদের নিয়ে আর কোন মন্তব্য করতেছি না। মৌলবাদী হরতালকারীরা
সুপারম্যান নিয়ে হরতাল পালন করতে মাঠে নামে যাদের কাজ বিল্ডিং এর স্তম্ভ ও গেট ধরে নাড়াচাড়া
করে ভবন ধ্বংস করা।
আমারে মাফ করেন ভাই……আমার কুঁড়েঘর ধরে নাড়াচাড়া
করতে হবে না আপনাদের পায়ের আওয়াজেই ভেঙ্গে যাবে। তাই দয়াকরে আমার বাড়ির দিকে আইসেন
না।
২) সাভারে মৃতের সংখ্যা ২০০+
৩) ১ জনরে গর্ত থেকে টেনে তুলতে ৩ জন লাগবে কেন?
: ১ জনরে ১জনেই টেনে তুলে। অন্য আরেকজন উৎসাহী দর্শকদের ভিড় সামলানোয় সাহায্য করে।
: ২ জনের হিসাব পাইলাম, ৩ জন বললা যে?
: ওহ, তৃতীয়জন হইল গিয়া টিভির রিপোর্টার, গর্তে মাইক্রোফোন ঢুকাইয়া জিগাইব-ভাই, আপনি কি এখন গর্তে আছেন?
৪) পবিত্র স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাহেব এটা কি বললেন.......????
এতদিন ভাবতাম যাই হোক সকল বাঙালি জাতির মাথায় ই যখন কিছু কিছু গোবর আছে মন্ত্রীদের মাথায় কিছু থাকলে সেটা দোষের কিছু না........ কিন্তু এখন দেখতেছি স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় গোবর না একদম মানব হা** ভর্তি। তাও যেন তেন নয় একদম পাতলা ডায়রিয়ার পাতলা.......
৫) সাভারে ভবনধসের ঘটনার পর বিকাল ৩:৩০ মিনিটে ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
ভাল তো...ভাল না...???
সারাদিন হরতাল পালন ও হল শেষ সময়ে এসে হরতাল প্রত্যাহার করে জনগনের সাথে সহানুভূতি ও পালন হইল।
একেই বলে এক ঢিলে দুই পাখি মারা.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন