পৃষ্ঠাসমূহ

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

কিছু কথা~ 3


) বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়  আব্দুল হামিদ এডভোকেট কে অভিনন্দন।

) হরতালের আগের দিন এখন থেকে বাসের সুপাভাইজারদের উচিত যাত্রীদের চেক করে বাসে তোলা…… যাদের কাছে দিয়াশলাই, পেট্রোল ইত্যাদি পাওয়া যাবে তাদের উঠতে দেয়া যাবে না। যাত্রী সেজে বাসে উঠেই নাকি বাসে আগুন দেওয়া হয়।

) এখন আর হরতাল কে হরতালের মত  মনে হয় না…… বিরোধী দলকে বলছি এখন এই  হরতাল নামক মেগা সিরিয়াল বাদ দেন।

) ভব রঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়………জীবনটা আসলেই একটা নাট্য মঞ্চ আমরা অভিনেতা।

) ২০২৩  সালে মঙ্গলে বসবাসের উদ্দেশ্যে পৃথিবী ছাড়বেন চার জন……আপনার সিরিয়াল নিশ্চিত করুন আজই।

) মধুমাস চলছে……..কাঁঠাল   পাকতে শুরু করছে…….গোঁফে  তেল দেওয়া কবে শুরু করছেন ?????

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন