পৃষ্ঠাসমূহ

বুধবার, ২১ মে, ২০১৪

কিছু কথা~~ ৯

১। দেশে কোন ছেলে A+ পায় নাই। সব মেয়েরা পেয়েছে............ 
দেশের জাতীয় পত্রিকাগুলো অন্তত তাই বুঝাতে চেয়েছে.........। আমি ও বুঝেছি......।

২। কাণ্ডারি ১০০% A+ এর আর কত দেরি.........? 

৩। নরেন্দ্র মোদি বা বকরির লাদি যেই ক্ষমতায় আসুক তাতে আমার বা আমার বাপের কিছু আসে যায় না। যাদের আসে যায় তারা ইতিমধ্যে শুভেচ্ছার নাম করে পা চাটা শুরু করে দিয়েছে......।।

৪। চিন্তা করতেছি গলির মোড়ে একটা চায়ের দোকান দিবো। ১০ বছর পর চা বেচে কোটিপতি হলে রাজনৈতিক দল গঠন করে নরেন্দ্র মোদি হয়ে যাবো......।।

আবু হাসানাত দিপু
১৮ই মে, ২০১৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন