পৃষ্ঠাসমূহ

বুধবার, ২১ মে, ২০১৪

গালগল্প~~১

১।   ফেসবুকের Home পেজের পাশে The People You May Know তে দেখলাম ঐশী নামের একজন। আমার সাথে ১৫ টা Mutual Friends. মেসেজ করলাম......

আমিঃ হ্যালো...! 
ঐশীঃ hi!
আমিঃ কেমন আছেন?
ঐশীঃ valo. apni? 
আমিঃ হু ভালো। কবে ছাড়া পেলেন?
ঐশীঃ mane....?  
আমিঃ এতো তাড়াতাড়ি ভুলে গেলেন? নেশার জন্য বাবা- মা কে কেন খুন করতে গেলেন...... 

তারপর উনাকে আর মেসেজ দেওয়া যায়নি.........।

ভালোই চমকে দিলাম মনে হয়......।।   


২।   মডেমের সীমাবদ্ধ প্যাকেজ ব্যবহার করতে করতে বিরক্ত। তাই ইদানিং বর্ডব্যান্ডের খোঁজখবর করতেছি। সন্ধায় বিজ্ঞাপন দেখে এক জায়গায় ফোন দিলাম। জিজ্ঞাসা করলাম--
- আপনাদের ৫১২ কেবিপিএস রেট কত?
- ৬৫০ টাকা।
-ও... বেশি হয়ে গেল না?
-কেন? কীভাবে?
- না, মানে ৫০০ টাকার মধ্যে হবে না?
-হবে। ২০১৬ সালে।
-ভালো। তা ২০১৬'র প্রথম দিকে নাকি বাজেট-টাজেটের পর?
-না। প্রথম দিকেই।
-ও। তাহলে তো আর বেশি দেরি নাই। মাত্র ১৯ মাস। আমার জন্য বুকিং দিয়ে রাইখেন...।।

ভদ্রলোক লাইন কেটে দিল। সংযোগ ফ্রী কিনা, কোন ব্র্যান্ডের কোন তার ব্যবহার করবে, এফটিপি সার্ভার আছে কিনা কিছুই জানা হল না.........

৩। অনেকদিন পর চাঁদ আমার সাথে হাটলো। সবসময় সুযোগ মত পাই না, আজকে পেয়ে গেলাম এবং অনেকটা পথ বলতে গেলে জোর করেই হাটালাম। 

ইচ্ছা করেই একবার ডানে একবার বামে, কিছুক্ষণ আস্তে আস্তে আবার কিছুক্ষণ জোরে হাঁটলাম বা দৌড়ালাম। 

বেচারা চাঁদ মামা কিছু করতে না পেরে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো আর আমায় অনুকরণ করতে লাগলো............।

আবু হাসানাত দিপু
১৮ই মে, ২০১৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন