Bidyanondo- র টিমবিল্ডিং কার্যক্রমের অংশ হিসেবে গতমাসের গাজীপুর ভ্রমণের সময় বাসে তোলা একটি ছবি।
আমাকে দাড় করিয়ে দেয়া হল গান গাইতে।
জীবনে প্রথম এবং শেষবার অনেকটা বাধ্য হয়েই গান গেয়েছিলাম ক্লাস ফাইভে থাকাকালীন।
ম্যাডাম একদিক থেকে সবাইকে গান গাওয়ানো শেষ করে আমার কাছে আসলেন।
আমি বললাম "আমি গান জানি না"
-তোমাকে গান গাইতেই হবে। সবাই গেয়েছে...
-আমি গান গাইতে পারি না।
-কোন গানই না?
-না।
-ওকে। জাতীয় সঙ্গীততো পারো। এসেম্বলিতে নিয়মিত গাও।
-হ্যাঁ পারি! (ঠিকমত ধরা)
-তাহলে জাতীয় সঙ্গীতই গাও।
অবশেষে জাতীয় সঙ্গীত আবৃত্তি! করে সেদিনের মত রক্ষা পেয়েছিলাম।
যাইহোক ওইদিন বাসেও রক্ষা পেয়েছিলাম। মাইক হাতে দাড়িয়ে আছি সবার অনুরোধের তীর না অর্ডারের তীর চারদিক থেকে ছুটে আসছে।
তারপর মোবাইলে জলের গান চালু করে মাইকে ধরে বাঁচার চাঞ্চ নিলাম। কিন্তু না...
অবশেষে বাঁচার উপায় না দেখে চিন্তা করতেছি কোন গানের দুই চরণ আবৃত্তি করতে পারি। এমন সময় কেউ একজন চিৎকার করে উঠলো "মামা বাস থামান" আমাদের লোক উঠবে।
অবশেষে আমাদের বাকি একজন স্বেচ্ছাসেবক যিনি রাস্তা থেকে বাসে উঠবেন বলে জানিয়েছিলেন উনার দেখা পাওয়া গেছে। সবাই বাসে উঠে গেছে সুতরাং এখন নাস্তা করার সময়। নাস্তার পরে অবশ্য কেউ জোড়াজুড়ি করেননি (মনে হয় বুঝতে পেরেছিলেন আমার দ্বারা গান সম্ভব না :p )
সেদিনকার মত ডিম, কলা, রুটির কল্যাণে বেঁছে গিয়েছিলাম... !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন