পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫

ফ্রিল্যান্সারের পাত্রী খোঁজা

পাত্রীপক্ষ পাত্রকে দেখতে এসেছে। চারপাশ ঘিরে আছেন মুরব্বিরা। অনেক আশা তাঁদের, মনে অনেক কিছু জানার বাসনা। তবে হাল আমলের দুনিয়াদারির খবরাখবর স্বাভাবিকভাবেই নেই তাদের কাছে। তেমনই এক বিবাহের আলাপ........ 

-বাবা তুমি কোথায় কাজ করো?
-এই তো একটি আমেরিকান ওয়েব ডেভেলপমেন্ট ফার্মে সিনিয়র ওয়েব প্রোগ্রামার হিসেবে আছি।
(মহা খুশি পাত্রীপক্ষ। জেনে কয়েকজন নড়েচড়ে বসলেন। কারো কারো মুখে একচিলতে হাসি দেখা গেল।)
-তা বাবা, বিয়ের পরে আমেরিকা যাবে নাকি দেশেই কিছু করার ইচ্ছা?
-আসলে আমি আমেরিকা থাকি না। এটা রিমোট জব। দেশে বসেই আমি কাজ করি।
(প্রথম ধাক্কাটি খেল পাত্রীপক্ষ।)
-তা, বাবা, দেশে তাদের অফিস কোথায়?
-ইয়ে মানে দেশে তাদের কোনো অফিস নেই। ঘরে বসেই কাজ করি ওদের।
(পাত্রীপক্ষের গুরুজনের মনে হলো-কোথাকার কোন ধান্দাবাজের পাল্লায় পড়লাম! ফাজলামোর একটি সীমা আছে। পুরোপুরি নিরাশ হয়ে পড়লেন তাঁরা। ভদ্রতার খাতিরে কথা বলছেন এবার।)
-তারা যে তোমাকে টাকা-পয়সা দেবে, তার কোনো নিশ্চয়তা আছে?
-একটা টাকাও মিস হয় না। টাকা আনার অনেক গেটওয়ে আছে।
(এবার আলাপের ইতি টানল পাত্রীপক্ষ)
-আমরা পরে তোমাদের সঙ্গে যোগাযোগ করব। হতচকিত ফ্রিল্যান্সার বসে থাকেন চেয়ারে।
*সংগৃহীত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন