পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২০ জুন, ২০১৪

আবোল-তাবোল আলাপন...।।।।

১। পরীক্ষা আসলেই বই(একাডেমিক না), সিনেমার ভূত মাথায় চাপে। এমনিতেই যে চাপে না তা নয়      এসব নিয়েই তো বেঁচে আছি। পরীক্ষা আসলে বেশি বেশি আর কি......।
২। আশরাফুলের একার শাস্তি মানি না.........।
৩। আজকে উরুগুয়ে আর জাপানের পক্ষে।
৪। খেলা রেখে বৌয়ের সেবা করতে যাওয়ায় শাস্তি পাচ্ছেন সাকিবাল হাসান।
৫। অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন মুশফিকুর রহিম।
৬। আগামী সিরিজে তামিমের দলে থাকার একমাত্র উপায় অধিনায়ক হওয়া। তাই ওকে বলবো চাচার    হাতে পায়ে ধরে পদ নিয়ে নাও।
৭।   কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
       আমার মতে তোর মতন কেউ নেই ।
       কতবার তোর কাঁচা আলাওয় ভিজে গান শোনাই,
       আমার মতে তোর মতন কেউ নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন