১। দীর্ঘ তিনদিন ছুটি শেষে আগামীকাল সকালে Statistics & Probability পরীক্ষা।
এখনও কিছু পড়া হয়নি। ব্যাপার না মাত্র ৪ অধ্যায়। ২ ঘণ্টা পড়তে পারলে শেষ।
২। গত তিন দিনে যুদ্ধ নিয়ে (বিশেষ করে ২য় বিশ্বযুদ্ধ) কয়েকটি সিনেমা দেখলাম লিস্ট হচ্ছে......।। :p
The Boy in the Striped Pajamas
Life is Beautiful
The Pianist
The Book Thief
Turtles Can Fly
৩। এখন ২য় বিশ্বযুদ্ধের মুভি দেখে তো হিটলারের প্রতি ঘৃণা জন্ম হয়েছে। এখন জার্মানিকে কীভাবে সমর্থন করি.........।
৪। ব্যাপার না ব্রা জিল, আরজেন্তিনার সমর্থকদের কাছথেকে শিখেছি। খেলা খেলার মতো তার সাথে মেসি, মারাদোনা বা নেইমারের চরিত্র কেন মেলাতে যান।
৫। আরজেন্তিনা- ইরানের খেলার দিন এক সেমি হুজুরকে (আরজেন্তিনার সমর্থক) ভাই ইরান একটা মুসলিম দেশ। আর আরজেন্তিনা নাস্তিকদের দেশ। আপনি কেন.........?
আরে ভাই খেলা খেলার মতো ধর্ম ধর্মের মতো। যদিও আমার ক্ষুদ্র জ্ঞানে যতদূর জানি কোন লক্ষ্যকে বা উদ্দেশ্যকে সামনে রেখে সকল খেলাই নিষিদ্ধ।
৬। স্টুডেন্ট প্রশ্ন করলো ভাইয়া, ব্রা জিলে নাকি আযান দেওয়া নিষিদ্ধ?
-হতে পারে। তাহলে তুমি মুসলিম হয়ে এদের কেন সমর্থন দিবে?
একই কথা খেলা খেলার মতো ধর্ম ধর্মের মতো। খেলার সাথে ধর্ম মিলালে চলবে না......।
৭। তাই হিটলার যাই করুক না কেন আমি জার্মান ফুটবলের সমর্থক.........।
৮। সাকিবাল এখন শুধু আপনাদের খেলার মাঠেই আনন্দ দিবে না, আপনার মা- বোনদের জন্য প্রসাধনী সামগ্রীর ব্যবস্থা করে ঘরেও আনন্দ দিবে।
৯। রাজনৈতিক কালা বিলাই সুরঞ্জিত খালেদাকে লাইনে আসতে বললেন (তিনিও নাকি এখন লাইনের গুরুত্ব বুঝতে পারছেন)। তিনি আরও বলেন, ভুল হলে রাজনীতিতে কেউ কাউকে খাতির করে না(যদিও আমজনতা বলেন আমি নাকি খাতির পেয়েছি আসলে আমি কোন ভুলই করি নাই)।
এই যে দেখেন হুসেইন মুহাম্মদ এরশাদের কাবিন করা বিবি পর্যন্ত খাতির করে না (এই ক্ষমতা শেষ ক্ষমতা নয়) আর আপনারে ক্ষমতায় বসতে দেবে কে? সুতরাং এবারে লাইনে আসেন, লাইনে আসেন মানে গণতন্ত্রে।
১০। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের দুর্নীতির তথ্য দিতে ব্যর্থ হওয়ায় বিএনপির ৭ নেতার উপর চটেছেন ভাবি প্রধান্মন্ত্রি তারেক রহমান, তবে তাদের ছুড়ে মারার মতো কোন চটি খুজে পাননি(চায়না জুতার রাজত্তে বাংলা চতি বিলুপ্ত)। ৭ নেতা বলেন আর কতদিন মন্ত্রী হওয়ার আশায় স্বেচ্ছাশ্রমে কাজ করবো?
এতদিন সাকিবের সাথে কস্মেটিক বেচলেও দুই তিনটা খাম্বা লিমিটেডের মালিক থাকতাম। আমরা আর বিনাবেতনে স্বেচ্ছাশ্রম করবো না।। হু......।।
এখনও কিছু পড়া হয়নি। ব্যাপার না মাত্র ৪ অধ্যায়। ২ ঘণ্টা পড়তে পারলে শেষ।
২। গত তিন দিনে যুদ্ধ নিয়ে (বিশেষ করে ২য় বিশ্বযুদ্ধ) কয়েকটি সিনেমা দেখলাম লিস্ট হচ্ছে......।। :p
The Boy in the Striped Pajamas
Life is Beautiful
The Pianist
The Book Thief
Turtles Can Fly
৩। এখন ২য় বিশ্বযুদ্ধের মুভি দেখে তো হিটলারের প্রতি ঘৃণা জন্ম হয়েছে। এখন জার্মানিকে কীভাবে সমর্থন করি.........।
৪। ব্যাপার না ব্রা জিল, আরজেন্তিনার সমর্থকদের কাছথেকে শিখেছি। খেলা খেলার মতো তার সাথে মেসি, মারাদোনা বা নেইমারের চরিত্র কেন মেলাতে যান।
৫। আরজেন্তিনা- ইরানের খেলার দিন এক সেমি হুজুরকে (আরজেন্তিনার সমর্থক) ভাই ইরান একটা মুসলিম দেশ। আর আরজেন্তিনা নাস্তিকদের দেশ। আপনি কেন.........?
আরে ভাই খেলা খেলার মতো ধর্ম ধর্মের মতো। যদিও আমার ক্ষুদ্র জ্ঞানে যতদূর জানি কোন লক্ষ্যকে বা উদ্দেশ্যকে সামনে রেখে সকল খেলাই নিষিদ্ধ।
৬। স্টুডেন্ট প্রশ্ন করলো ভাইয়া, ব্রা জিলে নাকি আযান দেওয়া নিষিদ্ধ?
-হতে পারে। তাহলে তুমি মুসলিম হয়ে এদের কেন সমর্থন দিবে?
একই কথা খেলা খেলার মতো ধর্ম ধর্মের মতো। খেলার সাথে ধর্ম মিলালে চলবে না......।
৭। তাই হিটলার যাই করুক না কেন আমি জার্মান ফুটবলের সমর্থক.........।
৮। সাকিবাল এখন শুধু আপনাদের খেলার মাঠেই আনন্দ দিবে না, আপনার মা- বোনদের জন্য প্রসাধনী সামগ্রীর ব্যবস্থা করে ঘরেও আনন্দ দিবে।
৯। রাজনৈতিক কালা বিলাই সুরঞ্জিত খালেদাকে লাইনে আসতে বললেন (তিনিও নাকি এখন লাইনের গুরুত্ব বুঝতে পারছেন)। তিনি আরও বলেন, ভুল হলে রাজনীতিতে কেউ কাউকে খাতির করে না(যদিও আমজনতা বলেন আমি নাকি খাতির পেয়েছি আসলে আমি কোন ভুলই করি নাই)।
এই যে দেখেন হুসেইন মুহাম্মদ এরশাদের কাবিন করা বিবি পর্যন্ত খাতির করে না (এই ক্ষমতা শেষ ক্ষমতা নয়) আর আপনারে ক্ষমতায় বসতে দেবে কে? সুতরাং এবারে লাইনে আসেন, লাইনে আসেন মানে গণতন্ত্রে।
১০। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের দুর্নীতির তথ্য দিতে ব্যর্থ হওয়ায় বিএনপির ৭ নেতার উপর চটেছেন ভাবি প্রধান্মন্ত্রি তারেক রহমান, তবে তাদের ছুড়ে মারার মতো কোন চটি খুজে পাননি(চায়না জুতার রাজত্তে বাংলা চতি বিলুপ্ত)। ৭ নেতা বলেন আর কতদিন মন্ত্রী হওয়ার আশায় স্বেচ্ছাশ্রমে কাজ করবো?
এতদিন সাকিবের সাথে কস্মেটিক বেচলেও দুই তিনটা খাম্বা লিমিটেডের মালিক থাকতাম। আমরা আর বিনাবেতনে স্বেচ্ছাশ্রম করবো না।। হু......।।