২২ ফেব্রুয়ারির বইমেলা:
১. ঢুকে মনে হল কুরবানির শেষ হাট।
২. মনেই হয় না কাজ কর্মহীন দুই গ্রুপের শক্তি প্রর্দশন হয়েছে কিছুক্ষন আগে......
৩. যে স্টলেই যাই বই পছন্দ হয়ে যায়।(যেদিকে ভীড় কম সে দিকেই গেলাম তাতে নামিদামি প্রকাশনা গুলো বাদ পড়ে গেছে অবশ্য নামি প্রকাশনী গুলোতে আমার পছন্দের বইও পাই না।)
৪. আজ যত বই কিনলাম একটার দাম ও রাউন্ড ফিগারে নাই।
৫. একটি বইয়ের দাম বলল ৪৮ টাকা ৫০ টাকা দেওয়ার পর ২ টাকা ফেরত ও দিল!!!!!!!
৬. ব্যাংক খালি হয়ে যাওয়ার কারনে অনেক পছন্দের বই ফেলে আসলাম......
এবার আর মনে হয় যাওয়া হবে না........বিদায় অমর একুশে গ্রন্থমেলা ১৪১৯(বাংলা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন