বাংলার আকাশে আবার হরতালের চাঁদ......কিন্তু এই চাঁদ প্রকৃতির নিয়ন্ত্রনে নেই। একে আমি নিয়ন্ত্রন করতে পারি না তুমি ও পারবে না। তারা পারে......যারা জনগনের কষ্টের উপার্জন দিয়ে উদরপূর্তি করে হরতালের ডাক দেয়। হরতালে অবশ্য আমার মত মধ্যবিত্ত আমজনতাদের প্রত্যক্ষ কোন ক্ষতি হয় না.......কিন্তু পরোক্ষ ভাবে কোটি কোটি টাকার দায় চাপতেছে প্রত্যেকের উপর।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এর তথ্য মতে একদিনের হরতালে ক্ষতি হয় প্রায় ১০ হাজার কোটি টাকা। এ টাকার ভাগ কিছু হলেও তো আমাদের আমলাদের পকেটে ঢুকত অন্তত এই লাভের কথা বিবেচনা করে আপনাদের কিছু করা উচিত।
হরতাল যারা ডাকে, তাদের আজ পর্যন্ত কোন লাভ হয়েছে বলে আমি শুনি নাই। তাহলে কেন সবার ক্ষতি করে এ হরতাল....???
অনেক তো হল, এখন সময় এসেছে হরতাল এর বিকল্প ভাবার। অন্যায়, অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য এমন কিছু খুঁজে বের করতে হবে যেখানে থাকবে জনগনের পরিপূর্ণ সমর্থন, যেখানে জীবন্ত আর কেউ পুড়ে পরিণত হবে না কয়লায়, কারও বুক ঝাঁজরা হবে না বুলেটের আঘাতে, কিংবা দেখতে হবে অসহায় মানুষের চোঁখের জল........
.jpg)