পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

লিফট কথন...

আমার বাসার লিফটের কিছু বৈশিষ্টঃ (!) 
১। তৃতীয় তালার (আমি থাকি) আপ বাটন নষ্ট। ডাউন ঠিক আছে। সুতরাং উপরে নিচে যেখানেই যেতে চান আপনাকে ডাউন বাটনেই চাপতে হবে।
২। ভেতরের সংখ্যা নির্দেশক মনিটরের তাঁর মনিটরের পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসছে।
৩। ভিতরে ০ থেকে ৬, বন্ধ, খোলা ও জরুরি কল বাটন আছে এর মধ্যে ০, ১ আর বন্ধ করার বাটন কাজ করে না। তাই আপনি ছাদ পর্যন্ত যেতে পারলেও তৃতীয় তালার নীচে লিফটে যেতে পারবেন না। 
৩। দরজার সেন্সর কাজ করে না। দরজার দুই পাটির সামনে দাঁড়িয়ে থাকলে রুটি হওয়ার সম্ভাবনাই বেশি।
৪। জরুরি কল বাটনটাই আছে এটার সাথে সংশ্লিষ্ট কল রিসিভার আজ পর্যন্ত চোখে পরে নাই...।
৫। দরজার দুই পাটি সয়ংক্রিয় ভাবে বন্ধ হতে যেয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পৌঁছে পরস্পরকে বিকর্ষণ শুরু করে, এবং অনবরত এ প্রক্রিয়া চলতেই থাকে। তখন দুই হাত দিয়ে পরস্পরকে চেপে ধরে বিকর্ষণ শক্তি কমাতে হয় এবং তখন লিফট চলতে শুরু করে। 
৬। ক্যামেরার ফ্ল্যাশের মত ভিতরের লাইট অনবরত কাজ চালাতে থাকে।
৭। মাঝে মাঝে কোন কারণ ছাড়াই লিফট বন্ধ হয়ে যায়। তখন সাথে মোবাইল থাকলে ভালো। না থাকলে স্যান্ডেল দিয়ে দেয়ালে আঘাত করে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে হয়। (অভিজ্ঞতা আছে) 
৮। এতো সমস্যা থাকার পরেও দৈনিক কয়েকবার ব্যবহার করি............