১। সবার ধারনা ছিল বি গ্রুপ থেকে হয়তো আয়ারল্যান্ড না হয় জিম্বাবুয়ে সুপার টেনে যাবে। আয়ারল্যান্ডই ছিল মোস্ট ফেভারিট কিন্ত না সবার ধারনা কে পাল্টে দিয়ে ১৩ ওভার ৫ বলে ১৯৩ রান করে সুপার টেনে চলে গেল নেদারল্যান্ড.........। অসম্ভবকে সম্ভব করার জন্য ডাচদের বিশেষ ধন্যবাদ। সুপার টেনের 'এ' গ্রুপের দলগুলো 'বি' গ্রুপের দল থেকে টি-২০ তে তুলনামুলক ভাবে দুর্বল তাই ডাচদের সুযোগ আছে আরও উপরে যাওয়ার।
২। সাবেক সব টি-২০ চ্যাম্পিয়নরা বাংলাদেশের গ্রুপে কেন? তবে ব্যাপার না হংকং এর মত আমরাও সবাইকে চমকে দিব।
৩। আশ্চার্যজনক হলেও সত্য খেলা পাগল আমি ইন্ডিয়া-পাকিস্তানের খেলা দেখতেছি না তবে ব্রাউজারে ইএসপিএন খোলা......
৪। সকাল থেকে এখন পর্যন্ত প্ল্যান অনুসারে একটা কাজও করতে পারিনি। সারাদিনের সব প্ল্যান মিস আজকেই প্রথম আমার জীবনে।
৫। আমরা বাঙালিরা আসলেই গুণীর কদর করতে, ভাল কে উৎসাহ দিতে খারাপকে বাড়ন করতে জানি না...।।