পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩

কিছু কথা~ ৬

১) বাংলাদেশ টেস্ট রাঙ্কিং এখন ১০ নাম্বার দল।
২) ২০১৪ সালে বাংলাদেশ এ অনুষ্টিতব্য টি-২০  বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কে বাছাই পর্ব খেলতে হবে। আইসিসির এক বছর আগের জানানো তথ্য আমাদের খেলোয়াড়রা জানে ১ বছর পর।
৩) আর সব শিল্পীর মতোই সর্বস্তরের অবহেলা আর এক বুক অভিমান নিয়ে বিদায় নিলেন বাংলার মুকুটবিহীন নবাব।
৪) ‘নবাব সিরাজউদ্দৌল্লাহ, নাগর দোলা, জীবন থেকে নেয়া’, ‘সূর্যস্নান’, ‘লাঠিয়াল’, ‘জোয়ার এলো’, ‘কাঁচের দেয়াল’, ‘নাচঘর’, ‘দুই দিগন্ত’, ‘বন্ধন’, ‘পালঙ্ক’, ‘অপরাজেয়’, ‘পরশমণি’, ‘শহীদ তিতুমীর’, ‘ঈশা খাঁ’, ‘অরুণ বরুণ কিরণমালা’, ‘গোলাপী এখন ট্রেনে’, রংবাজ, নয়নমনি, রূপালী সৈকতে, ধীরে বহে মেঘনা,ভাত দে, সূর্য সংগ্রাম’ এদের নায়ক কে আর দেখা যাবে না।
৫) জাতীয় নাতি বলেছেন আবার ক্ষমতায় এলে ফোরজি আনবেন (টেলিকম কোম্পানি লাইসেন্স আগেই পেয়ে গেছে তাই তারা ও আনতে পারবেন সুতরাং.....)