পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১০ মে, ২০১৩

কিছু কথা~ ৫


রানা প্লাজা ধসে পড়ার ১৭ দিন পর  রেশমা নামক একটি মেয়ের জীবন্ত লাশ উদ্ধার।   

অতঃপর……
মুন্নি সাহাদের প্রশ্ন,

এ লাশ এত ফ্রেশ কেন? লাশের পড়নের কাপড় এত পরিষ্কার কেন?

ওকে কেন হাত কেটে বের করা হয়নি? ওর পা কেন থেতলানো ছিল না?

একদল- রেশমা কে নামাজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে।

ওদের বিরোধী- রেশমা কে তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে।

সরকার- উদ্ধার কাজ কতটা আন্তরিকভাবে করা হয়েছে তার প্রমাণ।

সরকার বিরোধী- আসলে মতিঝিলের ঘটনা চাপা দিতে পরিকল্পিতভাবে এটা ঘটানো হয়েছে।

সত্যিই বিচিত্র সব প্রতিক্রিয়া আমাদের।